কৃষি তথ্য সার্ভিসে বই না ছাপিয়ে সাড়ে ৮ লাখ টাকা আত্মসাৎ!
প্রতি বছর জুন মাসে জাতীয় ফল মেলা উপলক্ষে প্রকাশিত হয় ‘ফল সম্ভার’ বই। কৃষি মন্ত্রণালয়ের অধিনস্থ সংস্থা কৃষি তথ্য সার্ভিস (এআইএস) এ বই মুদ্রণের পর তা মেলায় আগতদের সরবরাহ করে। গত বছর (২০২৩) ফল মেলা অনুষ্ঠিত না হলেও ফল সম্ভার বই ঠিকই প্রকাশিত হয়েছে। তবে তা বাস্তবে নয়, কাগজে-কলমে। এআইএসের কর্তা বাবুরা ‘ফল সম্ভার’ বই প্রকাশের ভুয়া বিল ভাউচার তৈরি করে প্রায় সাড়ে ৮ লাখ টাকা লোপাট করেছেন।