Engage Your Visitors!

Click here to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

বেপজায় ২৫ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে বাংলাদেশী প্রতিষ্ঠান

বাসস

বাংলাদেশী প্রতিষ্ঠান কার্টনক্রাফ্ট লিমিটেড বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২৫ লাখ ১০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে একটি প্যাকেজিং অ্যান্ড এক্সেসরিজ উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে। 
এ লক্ষ্যে আজ বেপজা নির্বাহী দপ্তরে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি স্বাক্ষর করলো বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। 
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং কার্টনক্রাফ্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।
প্রতিষ্ঠানটি বার্ষিক ৭ কোটি ২০ লাখ পিছ কার্টন, পলি, ইলাস্টিক, ট্যাগ এবং ২ কোটি ৮৮  লাখ মিটার গাম ট্যাপ উৎপাদন করবে। প্রতিষ্ঠানটিতে ৩২৫ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। 
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

Scroll to Top