নিজস্ব প্রতিবেদক :
আগামী ৮-১০ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ‘ফসলের জাত ও কৃষি প্রযুক্তি মেলা’। কৃষি মন্ত্রণালয়ের আয়োজন এই মেলায় বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের উদ্ভাবিত ফসলের জাত ও কৃষি প্রযুক্তি নিয়ে স্টল বসানো হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে মানিক মিয়া এভিনিউস্থ বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট মাঠে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে মেলার কার্যক্রম।
কৃষি মন্ত্রণালয়ভুক্ত বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের পাপাশি বাংলাদেশ সীড এসোসিয়েশন, বাংলাদেশ ফার্টিলাইজার এসাসিয়েশন, বাংলাদেশ শাক-সবজি ও ফল রফতানিকারক এসোসিয়েশন এবং এগ্রিকালচারাল মেশিনারি প্রস্তুতকারক এসোসিশনের স্টল থাকবে এ মেলায়। এছাড়া কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের প্রদর্শনীও থাকছে। কৃষি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বর্তমান আওয়ামী লীগ সরকার টানা চতুর্থবারে ক্ষমতায় আসার পর কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পান ড. মো. আব্দুস শহীদ। দায়িত্ব গ্রহণের প্রথম দিনই তিনি কৃষি গবেষণায় জোর দেয়ার কথা জানান। জানা যায়, গত ১৯ ফ্রেব্রুয়ারি ‘ফসলের জাত ও কৃষি প্রযুক্তি মেলা’ আয়োজনের লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। কৃষি সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে এতে মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ভুক্ত বিভিন্ন দফতর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
কৃষি সচিব বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষির উন্নয়নের স্বার্থে গবেষণা এবং উন্নত প্রযুক্তির উদ্ভাবনের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করেছে। সরকারের এ উদ্যোগ ও সহায়তায় কৃষি মন্ত্রণালয়ের অধিন গবেষণা প্রতিষ্ঠানসমূহ এ লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফলশ্রুতিতে নিয়মিত উদ্ভাবন ঘটছে বিভিন্ন জাত ও প্রযুক্তির। গবেষণা লব্ধ এ সকল জাত ও প্রযুক্তি অংশীজনের মাছে প্রচার ও সম্প্রসারণের লক্ষে একটি মেলা আয়োজনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি মন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এবং সদ্য সাবেক কৃষিমন্ত্রী ও বর্তমানে সংসদীয় কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক উপস্থিত থাকবেন। মেলার উদ্বোধনী দিন ৮ মার্চ, তথা বিশ^ নারী দিবস। তাই এদিন কৃষিতে সফল নারী উদ্যোক্তা/মাঠ কর্মীদের অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য দাওয়াত প্রাপ্ত হবেন।
মেলায় প্রতিদিন ৩০ মিনিট ব্যাপ্তির গাম্ভিরা/জারি-সারি-ভাটিয়ালি,লোকসংগীত/সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। কৃষি মন্ত্রণালয়ভুক্ত দফতর ও সংস্থার সাথে বিভিন্ন অংশীজনের মধ্যে স্বাক্ষরযোগ্য সমঝোতা স্মাক্ষর (এমওইউ) ব্যবস্থা থাকবে মেলা প্রাঙ্গণেই।
প্রতিদিন নির্দিষ্ট বিষয়ের উপর সেমিনার অনুষ্ঠিত হবে। ‘ফসলের জাত ও কৃষি প্রযুক্তি মেলা’ সফলভাবে আয়োজনে কৃষি সচিবকে প্রধান করে ২৩ সদস্যের একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। এছাড়া, আরো ৬টি উপ-কমিটি গঠন করা হয়।