Engage Your Visitors!

Click here to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

দেশের উন্নয়নে বেশি অবদান রাখছেন কৃষিবিদরা

মো. বশিরুল ইসলাম
আজ ১৩ ফেব্রুয়ারি, কৃষিবিদ দিবস। ১৯৭৩ সালের এই দিনে কৃষিবিদদের সরকারি চাকরিতে প্রবেশের সময় প্রথম শ্রেণির কর্মকর্তার মর্যাদা দেওয়ার ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার এ ঘোষণাটি ছিল কৃষিবিদদের জন্য ঐতিহাসিক মাইলফলক। দিনটি স্মরণীয় করে রাখতে প্রতিবছর ১৩ ফেব্রুয়ারি কৃষিবিদ দিবস হিসেবে পালন করছেন কৃষিবিদরা। একজন কৃষিবিদ হিসেবে আজকের এই দিনে কৃষিবিদরা কৃষি বা তার সাব-সেক্টরসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর এ স্বীকৃতিস্বরূপ দক্ষতার কতটুকু পরিচয় দিতে পারছেন, তা তুলে ধরার চেষ্টা করছি।

একসময় খাদ্য ঘাটতির দেশ হিসেবে বিশ্বে পরিচিত ছিল আমাদের। বিদেশ থেকে আমদানি করেও সাহায্য নিয়ে এ খাদ্য ঘাটতি মোকাবিলা করতে হতো। যে শ্রমিকের দাবি ছিল তিন কেজি চালের সমান দৈনিক মজুরি, সে এখন কাজ করে ১৫ থেকে ২০ কেজি চালের সমান দৈনিক মজুরিতে। না খেয়ে দিন কাটে না কোনো মানুষেরই। বাজারে অভাব নেই কোনো কৃষিপণ্যের। শুধু ধানের উৎপাদনই নয়, বেড়েছে শাকসবজি, ফলমূল, ডিম, দুধ, মাছ ও মাংসের উৎপাদন। সারা বছরই পাওয়া যাচ্ছে শাকসবজি। বিদেশি ফল স্ট্রবেরি, কমলা, মালটা, ড্রাগন ফল, কাজুবাদামের মতো অনেক ফলের চাষ সফলভাবে হচ্ছে বাংলাদেশে। ফলে এসব সুস্বাদু ফল দেশের সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়েছে। ছাদকৃষিতেও ব্যাপক সাফল্য, আগ্রহ ও জনপ্রিয়তা আশাব্যঞ্জক। হাইড্রোপনিক পদ্ধতিতে সবজি ও ফলের চাষও রয়েছে। দুই যুগ আগেও বাংলাদেশের অর্ধেক এলাকায় একটি ও বাকি অর্ধেক এলাকায় দুটি ফসল হতো। বর্তমানে দেশে বছরে গড়ে দুটি ফসল হচ্ছে।

আমাদের দেশটা আয়তনে বিশ্বের ৯৪তম আর অষ্টম জনবহুল ছোট্ট একটা দেশ। অতিরিক্ত জনগণের জন্য বসতবাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণ, দ্রুত শিল্পায়নে এমনিতেই প্রতিনিয়ত আবাদি জমি কমছে। অবশিষ্ট জমিতে এত বিপুল জনসংখ্যা প্রধান খাদ্যের বড় অংশ দেশের ভেতরে উৎপাদিত হচ্ছে, এটা ভাবা যায়! আবার উৎপাদনের নিরিখে দেশের ২২টি কৃষিপণ্য বিশ্বে শীর্ষ ১০ অবস্থান করছে আমাদের দেশটা। আর ফসল উৎপাদনে বাংলাদেশের অবস্থান এখন ১৪তম। এ হিসাব জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। সব মিলিয়ে দেখা যাচ্ছে, আয়তনে ছোট হলেও কৃষিপণ্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান বেশ ভালো।

এখন প্রশ্ন আসতে পারে, কৃষি খাতের এ সাফল্যের পেছনের নায়ক কে? অবশ্যই আমাদের কৃষকদের অবদান এ ক্ষেত্রে সবচেয়ে বেশি। আর কৃষিবিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম আর নিবিষ্ট গবেষণায় উৎপাদন বাড়ার পেছনে প্রধান উজ্জীবক শক্তি হিসেবে কাজ করছে। সে সঙ্গে সরকারের নানা উদ্যোগে পূর্ণোদ্যমে এগিয়ে চলেছে এ খাত। উচ্চফলনশীল ও প্রতিকূলতাসহিষ্ণু নতুন নতুন জাত উদ্ভাবন ও প্রবর্তনের ফলে খাদ্যশস্য, সবজি ও ফল-ফসল উৎপাদনে বৈচিত্র্য এসেছে। সে সঙ্গে সমুদ্র ও মিঠাপানির মাছ, গবাদিপশু, পোলট্রি, মাংস ও ডিম, উন্নতজাতের হাঁস-মুরগি, দুগ্ধ উৎপাদনে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করে চলছে। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় দেশের খোরপোশের কৃষির রূপান্তর ঘটছে বাণিজ্যিক কৃষিতে।

কালের পরিক্রমায় কৃষিবিদরা কৃতজ্ঞতাস্বরূপ বঙ্গবন্ধুর নির্দেশনা মোতাবেক দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার ও অর্থনৈতিক উন্নয়নে প্রচেষ্টা চালিয়ে গেছেন। কৃষি শিক্ষায় মেধাবী ছাত্রছাত্রীদের প্রবেশ বাড়তে থাকে; যদিও ১৯৭৭ সালের বেতন কাঠামোয় কৃষিবিদদের সেই মর্যাদা আবারও একধাপ নামিয়ে দেওয়া হয়। কৃষিবিদদের তীব্র আন্দোলনের মুখে তদানীন্তন সরকার কৃষিবিদদের সেই হারানো সম্মান আবার ফিরিয়ে দিতে বাধ্য হয়। এরপর বিভিন্ন ধারার রাজনীতির ডামাডোলে এই বিশেষ দিনটিকে মনে করার কোনো ব্যবস্থা করা যায়নি। অবশেষে ‘কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ’-এর তৎকালীন মহাসচিব ও বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপির একান্ত চেষ্টায় এ দিনটিকে ‘কৃষিবিদ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। সে সঙ্গে ২০১১ সাল থেকে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটিকে কৃষিবিদ দিবস হিসেবে পালন করা হচ্ছে। ফলে বঙ্গবন্ধুর কারণে আজকে আমরা কৃষিবিদরা গর্ব করে বলতে পারি, ‘বঙ্গবন্ধুর অবদান, কৃষিবিদ ক্লাস ওয়ান’।

২০২৩ সালের ২৩ আগস্ট প্রতিবেশী দেশ ভারত সফল চন্দ্র অভিযানের পর বাংলাদেশের মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) কার্যক্রম নিয়ে আলোচনা-সমালোচনা ওঠে। তখন আলোচনা কেন্দ্রে ছিলেন একজন কৃষিবিদ। কারণ ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ একজন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। আর বাংলাদেশের স্পারসোর চেয়ারম্যান আবদুস সামাদ একজন ‘কৃষিবিদ’। একজন কৃষিবিদকে এমন বিশেষায়িত প্রতিষ্ঠানের চেয়ারম্যান করায় সামাজিক যোগাযোগমাধ্যমে তখন ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। সমালোচনা করে তারা বলছিল, কৃষিবিদের

কাজ আলুর চাষ। ধানের চাষ করা তিনি কী করে মহাকাশ গবেষণার প্রাতিষ্ঠানিক প্রধান হতে পারেন! তিনি কি চাঁদে গিয়ে আলুর চাষ করবেন? দেশের কৃষি গবেষণার সাফল্যে যখন ১৭ কোটি মানুষের খাদ্যের সংস্থান করে চলেছে তখন দেশের কৃষিবিদ ও কৃষিবিজ্ঞানীদের এমন হেয় করে অপপ্রচার সব কৃষিবিদের মতো আমাকেও ভীষণভাবে আহত করেছে। আসলে, কিছু লোকই আছে জেনে না জেনে অযথা সমালোচনা করা। কী কারণে সমালোচনা করল তা সে নিজেও জানে না। অথচ একটা পেশাকে যে হেয় করা হচ্ছে, সে উপলব্ধিও করতে চায় না। তেমনি স্পারসো কেন প্রতিষ্ঠিত হয়েছিল, তা না জেনেই একজন কৃষিবিদকে নিয়ে সমালোচনায় লিপ্ত ছিল অনেকেই। কারণ আমাদের দেশের স্পারসো প্রতিষ্ঠিত হয়েছিল গ্লোবাল পজিশনিং সিস্টেমকে ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের কৃষি, বন, মৎস্য, ভূতত্ত্ব বিভাগে জলবায়ু ও আবহাওয়াগত তথ্য সরবরাহের জন্য। মুখ্য উদ্দেশ্য ছিল কখন কোথায় বন্যা হতে পারে, অতিবৃষ্টি তুফান ও টর্নেডোতে ফসলের ক্ষতি হতে পারে তার আগাম সংকেত দেওয়ার জন্য আধুনিক স্যাটেলাইট প্রযুক্তির রিমোট সেন্সরের ব্যবহারের মাধ্যমে। এভাবেই ঝড়ের সংকেত দেওয়ার কাজটিও করে থাকে স্পারসোর ১৭টি বিভাগের মধ্যে একটি বিভাগ। বাকি ১৬টিই কৃষি তথ্যের কাজ করে। তো সেখানে একজন কৃষিবিদকেই প্রধান হিসেবে থাকার কথা। অথচ নানামুখী আলোচনা-সমালোচনার মধ্যেই আবদুস সামাদকে বদলি করা হয়েছিল। কৃষিবিদদের কল্যাণে এবং কৃষকদের অক্লান্ত পরিশ্রমে কৃষি খাতে এখন উৎপাদন বেড়েছে বহুগুণ। বর্তমানে চাল উৎপাদনের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। বিভিন্ন ফসলের জাত উদ্ভাবন ও উন্নয়নে বাংলাদেশের স্থান হলো সবার ওপরে। তা ছাড়া পাট উৎপাদনে বাংলাদেশের স্থান দ্বিতীয়, সবজি উৎপাদনে তৃতীয়, চাষকৃত মৎস্য উৎপাদনে দ্বিতীয়, আম উৎপাদনে সপ্তম ও আলু উৎপাদনে অষ্টম বলে বিভিন্ন তথ্য থেকে জানা যায়। স্বাধীনতার পর বাংলাদেশে চালের উৎপাদন বেড়েছে প্রায় চার, গম দুই, ভুট্টা দশ ও সবজি পাঁচগুণ। প্রতিবছর বাংলাদেশ থেকে আম, আলু রপ্তানি হচ্ছে বিদেশে। মাছ রপ্তানিও বৃদ্ধি পাচ্ছে। চিরকালের দুর্ভিক্ষ, মঙ্গা আর ক্ষুধার দেশে এখন ঈর্ষণীয় উন্নতি হয়েছে খাদ্য উৎপাদন ও সরবরাহের ক্ষেত্রে। জমির সীমাবদ্ধতা সত্ত্বেও সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

জাতির পিতা বঙ্গবন্ধু কৃষিবিদদের মর্যাদা দিয়ে বলেছিলেন, ‘আমার মান রাখিস।’ বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ঘোষণার মান রেখেছেন বাংলার কৃষক ও কৃষিবিদরা। বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির কল্যাণে কৃষিবিদ ও কৃষকের অবদানে দেশের কৃষি আজ নতুন উচ্চতায় উন্নীত হয়েছে।

লেখক: কৃষিবিদ, উপপরিচালক-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

Scroll to Top