Engage Your Visitors!

Click here to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

কৃষি মন্ত্রীকে সেন্টার ফর এনআরবি’র  ১১ প্রস্তাবনা

নিজস্ব প্রতিবেদক :

কৃষিমন্ত্রী ড. মো: আব্দুস শহীদের সাথে সাক্ষাত করে ১১ প্রস্তাবনা পেশ করেছে প্রবাসীদের অংশগ্রহন ও উন্নয়ন নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর এনআরব ‘র প্রতিনিধি দল। রোববার (১১ ফেব্রুয়ারি) সেন্টার ফর এনআরবি’র একটি প্রতিনিধিদল সচিবালয়ে কৃষি মন্ত্রীর সাথে সাক্ষাত করে এ প্রস্তাবনা পেশ করে। সাক্ষাৎকালে প্রতিনিধিদল কৃষিখাতে, বিনিয়োগ ও উৎপাদন সম্প্রসারনে প্রবাসীদের অংশগ্রহণ ও কৃষিখাতের বিকাশ সাধনে ১১টি প্রস্তাব উপস্থাপন করে।

এনআরবি চেয়ারপার্সন  এম এস সেকিল চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে আলোচনায় অংশ গ্রহণ করেন বিশিষ্ট ব্যাংকার ইশতিয়াক আহমদ চৌধুরী, কৃষিবিদ মোঃ শোয়েব  চৌধুরী, ইঞ্জিনিয়ার এম এ রাজ্জাক, এবিএম মোস্তাক হোসেন, মাহাবুব আনাম এবং সম্পদ ব্যক্তিত্ব এডমিরাল (অব.) আওরঙ্গজেব চৌধুরী  ও এয়ার চিফ মাশার্ল অব. মাশিহুজ্জামান সেরনিয়াবাত ও সদস্য মোঃ মেহেদী হাসান চৌধুরী।

বৈঠককালে মন্ত্রণালয়ের বিবেচনার জন্য উপস্থাপিত প্রস্তবগুলো হচ্ছে : কৃষিখাতের সম্প্রসারণে প্রবাসী—বিনিয়োগ সহায়ক নীতিমালা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা; যে সকল প্রবাসীকর্মীর ফিরে এসে স্বকর্ম সংস্থানের চেষ্টা করছেন তাদেরকে কৃষিখাতে যুক্ত করার ব্যবস্থা করা ও উৎসাহ প্রদান,  করোনাকালে  প্রত্যাগত প্রবাসীদের অঞ্চলভিত্তিক কৃষিখাতে যুক্ত করতে উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থাগুলোর মাধ্যমে সহায়তার ব্যবস্থা করা; বাংলাদেশের কৃষি পণ্য বিভিন্ন দেশে বিপণনে প্রবাসীদের কাজে লাগানোর দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ; পণ্য সহজ লভ্য ও কৃষকের যথাযথ মূল্য প্রাপ্তির জন্য দেশের বিভিন্ন অঞ্চলে ”ফারমার্স মার্কেট ” স্থাপন’ কৃষি মন্ত্রণালযের বিভিন্ন সংগ্রহ ও উদ্যোগে প্রবাসীদের মেধা ও অভিজ্ঞতা কাজে লাগানো;  মিশনসমূহে কর্মরত বাণিজ্যিক কর্মকতার্দের কৃষি পণ্যের বাজার সন্ধানে কাজে লাগানো; দেশের ব্রান্ডিং এর স্বার্থে বাংলাদেশের কৃষক ও কৃষিখাতের সক্ষমতা প্রচারের ব্যবস্থা করা; বিভিন্ন রাষ্ট্রীয় পদক প্রদানকালে কৃষিখাতের উন্নয়নে অবদান রাখছেন এমন কৃষক ও প্রবাসীদের অন্তর্ভুক্ত রাখা; বৈধ পথে রেমিটেন্স ও বিনিয়োগ পাঠিয়ে কৃষি—কার্যক্রম পরিচালনাকারী প্রবাসীদের বিশেষ প্রণোদনা প্রদান কর; বিভিন্ন সরবরাহ ও নিমার্ণ কাজে অংশগ্রহনে আগ্রহী প্রবাসীদের অগ্রাধিকার প্রদান কর  এবং প্রবাসী ও সকল কৃষকের কৃষিখাতে বিনিয়োগের সার্বিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করা।

শেকিল চৌধুরী জানান, মন্ত্রী তার বক্তব্যে প্রবাসীদের অংশগ্রহনের ব্যাপারটিতে গুরুত্ব আরোপ করেন এবং কৃষিখাতে সরকারের অগ্রাধিকারের কথা উল্লেখ করেন। উত্থাপিত প্রস্তাবগুলোর বিষয়ে পরীক্ষা নিরীক্ষার জন্য মন্ত্রী তাৎক্ষনিকভাবে মন্ত্রণালয়ের কর্মকতার্দের নির্দেশনা দেন।

Scroll to Top